Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

একনজরে গাজীরহাট ইউনিয়ন পরিষদ

 

কালের স্বাক্ষী বহনকারী আতাই নদীর তীরে গড়ে  উঠেছে খুলনা জেলার অ্ন্যতম শ্রেষ্ঠ্য একটি ইউনিয়ন পরিষদ নামে খ্যাত ১নং গাজীরহাট ইউনিয়ন ।তাছাড়া আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান খুলানা জেলার শ্রেষ্ঠ্য চেয়ারম্যান হিসাবে নির্বাচীত হয়ে মালয়েশিয়া,শিংগাপুর থাইল্যান্ড সহ খয়েকটি দেশে সরকারি ভাবে ভ্রমণের করেছে। তাছাড়া বর্তমান সরকারের খুলানা -০৪ আসনের সংসদ সদস্যর বাড়ি এই গাজীরহাট ইউনিয়ন পরিসদে। কালের  পরিক্রমায় আজ গাজীরহাট ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম –১নং গজিীরহাট ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২১ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২০৭৯৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৮ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৯ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –উপজেলা সদর থেকে সড়ক ও নৌ পথ।

জ) শিক্ষার হার – ৫৬%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,  

    মাধ্যমিক বিদ্যালয়-৩টি।  

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    মাদ্রাসা- ৪টি।

    ঈদগাহ-৬ টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোল্লা আব্দুর রউফ।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ১১/০৫/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১৫/০৫/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৪/০৫/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             জুঙ্গশিয়া               পদ্মবিলা                মোল্যাডাংগা

            গাজীরহাট            মুসলিমডাঙ্গা             বামনডাঙ্গা

             সোনাকুড়            মাঝিরগাতী              দরিমহিষদিয়া

             ডোমরা              ইসলামডাঙ্গা               মহিষদিয়া

             আবালগাতী          কৈবর্ত্যগাতী               বাগমারা

             আমবাড়িয়া            কেটলা                  পারমচন্দপুর

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –১০ জন( সংরক্ষিত ১নং ওয়অর্ডে মনোনিত একজন মহিলা গ্রামপুলিশ সহ)

 

                          এছাড়া জনগনকে সবরকম সেবা দেয়ার জন্য রয়েছে দুইজন উদ্যোক্তা