খুলনা জেলার দিঘলিয়া উপজেলা থেকে সড়ক যোগের মাধ্যমে বেলেঘাট ও অথবা কামারগাতী খেওয়াঘাট পারহয়ে আবার সড়ক যোগের মাধ্যমে গাজীরহাট ইউনিয়ন পরিষদে আসা যায়।তাছাড়া খুলনা থেকে রূপসার জেলখানা খেওয়াঘাট পার হয়ে সড়ক যোগে বাসে করে খুলনা টু কালিয়া সড়কের মাধ্যমে গাজীরহাট ইউনিয়ন পরিষদে আসা যায়।